শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাজীপুরে অটোরিকশা চালক হত্যায় গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪১ পিএম

শেয়ার করুন:

loading/img

গাজীপুরে অটোরিকশা চালক হত্যায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের একদিন পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই আলাদা স্থান থেকে তাদের গ্রেফতার করে।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই জেলা ইউনিটের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন, নেত্রকোণা জেলার কাকুড়া গ্রামের হজরত আলীর ছেলে রবিন মিয়া (১৫ ) ও পঞ্চগড়ের সোনাহার তেলীপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মিজানুর রহমান (৩১)।

পুলিশ কর্মকর্তা বলেন, গেল ২৫ ফেব্রুয়ারি সকালে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম রাহাপাড়া এলাকায় কলের বাজার থেকে ধীরাশ্রমগামী পাকা সড়কে কালভার্টের কাছে ধান ক্ষেত থেকে অটোরিকশা চালক হাবিবুর রহমানের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে নিহতের  বড় ভাই  জালাল বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে থানা পুলিশের পাশাপাশি পিবিআই তদন্ত শুরু করে। এক পর্যায়ে গত  ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে  পূবাইল থানাধীন মেঘডুবি মিরাপাড়া (মান্নান মার্কেট) এলাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত রবিন মিয়া এবং মামলার ঘটনার সঙ্গে জড়িত তদন্তে প্রাপ্ত  মিজানুর রহমানকে ঢাকার তুরাগ থানাধীন উত্তরা ১০নং সেক্টরের সিরাজ মার্কেট রানাভোলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় , অটোরিকশা চালক হাবিবুর রহমানকে  অভিযুক্ত রবিন মিয়া ও মামলার ঘটনায় জড়িত পলাতক আসামীরা মিলে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টার দিকে ফোন করে অটোরিকশাটি ভাড়া নিয়ে  বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করে। এক পর্যায়ে  ধারালো কাটার (এন্টি কাটার) দিয়ে গলা কেটে হাবিবুরকে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে দিয়ে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যায়। পরে ঘটনায় জড়িত আসামিরা অটোরিকশাটি আসামি মিজানুর রহমানের কাছে  দিলে তিনি অটোরিকশার  ৪টি ব্যাটারি, অটোরিকশার সামনে ব্যবহৃত গ্লাস, ২টি লুকিং গ্লাস ও ৪টি চাকা নিজের হেফাজতে রেখে অটোরিকশার বাকি অংশ ভাঙ্গারীর দোকানে বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয়। এ ব্যাপারে অভিযুক্তরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন