রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

নারায়ণগঞ্জে ২৮ মামলার আসামি কাদির সিপাহী গ্রেফতার

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৪ এএম

শেয়ার করুন:

loading/img

নারায়ণগঞ্জে ২৮ মামলার আসামি সন্ত্রাসী কাদির সিপাহিকে (৪৬) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে র‍্যাব ১১-এর উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 


বিজ্ঞাপন


তিনি ফতুল্লার বক্তাবলীর আওয়ামী লীগ নেতা সামেদ আলির পালিত সন্ত্রাসী ‘কাদির সিপাহি গ্রুপের’ প্রধান। 

এর আগে, মঙ্গলবার রাতে দুধবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কাদির সিপাহি ফতুল্লার সিপাহিপাড়া এলাকার দুলাল সিপাহির ছেলে।

র‍্যাব জানায়, শীর্ষ সন্ত্রাসী কাদির ফতুল্লা থানার উত্তর গোপালনগর এলাকার প্রভাবশালী ও বক্তাবলী ইউনিয়নের আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক সামেদ আলির প্রধান সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। মূলত সামেদ আলির ছত্রছায়ায় কাদের দলবল নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে চাঁদাবাজি, দখলবাজি ও প্রতিপক্ষের ওপর হামলাসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কাদির সিপাই আত্মগোপনে চলে যায়। তার বিরুদ্ধে ফতুল্লা, সদর, বন্দর, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় হত্যা, ডাকাতি, হুমকি, চাঁদাবাজি, নাশকতা, হত্যাচেষ্টা, মারামারিসহ মোট ২৮টি মামলা রয়েছে।

র‍্যাব আরও জানায়, তাকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন