বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

শিক্ষাকে আমরা উপযুক্ত করে গড়ে তুলতে পারছি না: গণশিক্ষা উপদেষ্টা

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫০ পিএম

শেয়ার করুন:

loading/img

আমাদের দেশে বড় বড় ডিগ্রি হয়ে যাচ্ছে কিন্তু সেই ডিগ্রি অনুযায়ী আমাদের যোগ্যতা কী আছে? এতে আমাদের দেশের শিক্ষিত বেকারের সংখ্যাটা বাড়ছে। অনেক ক্ষেত্রে উপযুক্তভাবে কাজ করতে পারছে না।

কেন আমাদের দেশে বিভিন্ন সেক্টরে বাইরে থেকে লোক এনে কাজ করাতে হয়। গার্মেন্টস সেক্টরে প্রচুর লোক বাইরে থেকে এসে আমাদের দেশে কাজ করে। গার্মেন্টসের কি ঠ্যাকা পড়ছে বাইরে থেকে লোক নিয়ে আসার।


বিজ্ঞাপন


IMG-20250223-WA0003_(1)

উপযুক্ত লোক না পাওয়ায় বাইরে থেকে তারা নিয়ে আসে, এই বিষয়টা কেন হচ্ছে। কারণ শিক্ষাকে আমরা উপযুক্তভাবে গড়ে তুলতে পারছি না। এটার সূচনা হচ্ছে প্রাইমারি থেকে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে জেলা প্রশাসন এবং প্রাথমিক শিক্ষায় কাজ করতে হবে। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

আরও পড়ুন

বাংলা ছাড়া বাকি ৪০টি ভাষার দিকেও মনোযোগ দিতে হবে: গণশিক্ষা উপদেষ্টা

তিনি আরও বলেন, প্রাইমারি শিক্ষায় যারা জড়িত রয়েছেন সরাসরি আমাদের প্রাথমিক শিক্ষা উপজেলার সদস্যরা এবং এর পাশাপাশি অন্য যারা আমাদের সঙ্গে আছেন উপজেলা প্রশাসন আমাদের প্রাথমিক শিক্ষার সঙ্গে রয়েছেন। আমাদের সবার কর্তব্যটা হচ্ছে প্রাথমিক শিক্ষাটাকে মানসম্মত করে গড়ে তোলা।

IMG-20250223-WA0003

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সালাম, জেলা শিক্ষা অফিসার জেছের আলীসহ জেলা ও উপজেলা শিক্ষা ও প্রশাসন বিভাগের কর্মকর্তারা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর