বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের লুলাইং দুর্গম এলাকা থেকে অপহৃত ৮ জন তামাক শ্রমিককে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা।
বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সরই ইউনিয়নের দুর্গম লুলাইং এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন মো. আমিন, মো. ভুট্টো,নবী হোসেন, জমির, শহিদুল, ইমাম হোসেন, মো. ইসমাইল, মো. রশিদ।
সূত্র জানায়, সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সরই ইউনিয়নের লেমুপালং এলাকার একটি তামাক খামার থেকে শ্রমিক আল আমিন ও ভুট্টোর মালিকানাধীন খামারবাড়ি থেকে ৭জন শ্রমিককে অপহরণ করা হয়। ঘটনার পরপরই যৌথবাহিনী অভিযান শুরু করে এবং ২৪ ঘণ্টার মধ্যে শ্রমিকদের উদ্ধার করতে সক্ষম হয়।
![]()
স্থানীয় একটি সূত্র জানায়, সন্ত্রাসীদের দাবি করা ১০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে শ্রমিকদের মুক্ত করা হয়। এর আগে, একই উপজেলার সরই ইউনিয়নে ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি দুই দফায় ১৪ জন এবং ১৬ ফেব্রুয়ারি ফাসিয়াখালী ইউনিয়নের রাবার বাগান থেকে ২৬ জন শ্রমিক অপহরণের শিকার হয়। প্রত্যেক ক্ষেত্রেই মোটা অঙ্কের মুক্তিপণের বিনিময়ে শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ঘন ঘন অপহরণের ঘটনায় দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঢাকা মেইলকে জানান, যৌথবাহিনীর অভিযানে সরই ইউনিয়নের লুলাইং এলাকা থেকে শ্রমিকদের উদ্ধার করা হয়েছে। অপহরণকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
প্রতিনিধি/এসএস

