সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটক হওয়া ১৪ জন বাংলাদেশি নাগরিক। সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তারা সে দেশে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন।
বুধবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র উপস্থিতিতে তাদেরকে ফেরত পাঠানো হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই শামীম মিয়া।
এসআই শামীম মিয়া জানান, ফেরত আসা নাগরিকরা বিভিন্ন সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদের আটক করে এবং পরবর্তীতে আদালতে সোপর্দ করে। বিচার প্রক্রিয়া শেষে আদালত তাদের বিভিন্ন মেয়াদের সাজা দেন। দীর্ঘদিন কারাভোগের পর তারা দেশে ফিরলেন।
তিনি বলেন, দুই দেশের ইমিগ্রেশন ও সীমান্তরক্ষী বাহিনীর যৌথ সহযোগিতায় ফেরত পাঠানো হয় ১৪ বাংলাদেশি নাগরিককে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে নিজ নিজ আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/ এজে

