মাদারীপুরে ট্রাকচাপায় ৪ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। এ সময় উত্তেজিত জনতা ট্রাকচালককে গণপিটুনি দেয়। পরে অচেতন অবস্থায় চালক ওমর আলীকে ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মোস্তফাপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রোজামনি (৪), সে সদর উপজেলার বড়বাড্ডা এলাকার সাইদুল ফকিরের মেয়ে।
বিজ্ঞাপন
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রোজামনিকে নিয়ে তার মা সালমা বেগম মোস্তফাপুর বড়ব্রীজ এলাকার একটি বিস্কুট ফ্যাক্টরীতে কাজে আসেন। বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম পাশে বালতিতে নোংরা ফেলতে যান। এ সময় রোজামনি অসাবধানতাবশত দৌঁড়ে রাস্তা পার হচ্ছিল। বরিশাল থেকে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়, ফলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। দৌঁড়ে পালানোর চেষ্টা করার সময় উত্তেজিত জনতা চালক ওমর আলীকে গণপিটুনি দেয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী সবুজ মিয়া জানান, ট্রাকচালকের এখানে তেমন দোষ নেই। সিসিটিভি ফুটেজও প্রমাণ করেছে যে, শিশুটি অসাবধানতাবশত রাস্তা পার হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আরব আলী ঘটনা নিশ্চিত করে জানান, ট্রাকচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় চালককে গণপিটুনি দেওয়ার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মেয়েটি অসাবধানবশত দৌঁড়ে রাস্তা পার হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে।
প্রতিনিধি/একেবি

