রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

কুমিল্লায় দেড় কোটি টাকার ভারতীয় মোবাইল-ডিসপ্লে আটক 

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১ পিএম

শেয়ার করুন:

loading/img

কুমিল্লায় দেড় কোটি টাকার অবৈধভাবে আনা ভারতীয় মোবাইল ফোন ও ডিসপ্লে আটক করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ আমানগন্ডা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন


বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) আমানগন্ডা বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নোয়াপুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১০৯ পিস বিভিন্ন প্রকার ভারতীয় মোবাইল ফোন এবং ২৭০০টি মোবাইল ফোনের ডিসপ্লে আটক করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, অভিযানের পর আটক ভারতীয় অবৈধ মোবাইল এবং মোবাইলের ডিসপ্লের জব্দ তালিকা করে কাস্টমসে জমা দেয়া হয়েছে। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন