রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফেনীতে ৩৬ স্টলে ২০০ প্রকারের পিঠা প্রদর্শনী

জেলা প্রতিনিধি, ফেনী 
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৮ এএম

শেয়ার করুন:

loading/img

ফেনীতে স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের দু’দিনব্যাপী জমজমাট পিঠা উৎসব শুরু হয়েছে। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ স্কুল প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে দু’দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। 


বিজ্ঞাপন


স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন - স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, জেলা পাসপোর্ট অফিসের উপ-পরিচালক রতিকা সরকার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সজিব তালুকদার, ফায়ার সার্ভিস ফেনীর উপ-সহকারী পরিচালক হারুন অর রশিদ পাশা ও স্টার লাইন গ্রুপের পরিচালক মাহমুদুল হক চৌধুরী।

সহকারী শিক্ষক সেলিনা আক্তার ও কামরুন নাহারের পরিচালনায় উপস্থিত ছিলেন - স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল আব্দুল হালিম, ভাইস প্রিন্সিপাল জান্নাতুল ফেরদৌস, এডহক কমিটির সভাপতি শাহীদা আক্তার, কো-অর্ডিনেটর নজরুল বিন মাহমুদুল।

দর্শনার্থী জুবায়ের আল মুজাহিদ বলেন, প্রতি বছরই স্টার লাইন স্কুল জমকালো পিঠা উৎসবের আয়োজন করে থাকে। আয়োজনে পিঠা-পুলির পাশাপাশি গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্য তুলে ধরে এ প্রতিষ্ঠানটি। এটি ফেনীর সর্ববৃহৎ পিঠা উৎসব বলে আমি মনে করি। তাই প্রতিবারই আমি পরিবার ও সন্তানদের নিয়ে এ উৎসবে ঘুরে যাই।

তাসনিয়া কায়সার ইলমা নামের এক শিক্ষার্থী জানান, পিঠা উৎসবে অন্তত ২০০ ধরনের পিঠা প্রদর্শন ও বিক্রি হচ্ছে। এখানে এসে নানা রকম পিঠা দেখলাম, নামও শিখলাম। গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যগুলো আমাকে মুগ্ধ করেছে। স্টার লাইন গ্রুপ এমন আয়োজন প্রতিবছরই করবে, এমনটি আমরা প্রত্যাশা করি।


বিজ্ঞাপন


স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন বলেন, এটি স্টারলাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের ১২তম পিঠা উৎসব। ফেনীর সর্ববৃহৎ দু’দিনব্যাপী এ পিঠা উৎসবে ৩৬টি স্টলে প্রাচীন বাংলার বিভিন্ন পিঠা উপস্থাপনের পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা হয়েছে। রোববার রাতে পিঠা উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে।   

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন