শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৬ পর্যটক আহত

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:২২ পিএম

শেয়ার করুন:

loading/img

রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে চাঁদের গাড়ি (জিপ) উল্টে ৬ পর্যটক আহত হয়েছে। 

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে সাজেকের মাচালং নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই নাটোর থেকে বেড়াতে এসেছিলেন। তাদের তাৎক্ষণিক উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 


বিজ্ঞাপন


জানা যায়, নাটোর থেকে আসা ৪৫ জন পর্যটক ৩টি চাঁদের গাড়িযোগে সাজেকের উদ্দেশ্যে যাচ্ছিলেন। দ্রুত গতিতে চলার সময় মোড় ঘুরতে গিয়ে একটি গাড়ি সড়কে উল্টে যায়। তাৎক্ষণিক সেনাবাহিনীর সহায়তায় আহদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন, আব্দুল হাই (৪০), মো. ইনতাজ আলী (৪০), মো. আশ্রাফ (৫০), মো. নুরুল ইসলাম (৬২), মো. রুবেল (৩০) ও আল আমিন (৩২)।

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা. মহিমা বড়ুয়া জানান, আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তারা মাথা, হাতসহ বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন