দিনাজপুরের বীরগঞ্জে কলা বাগান থেকে মোস্তফা আব্রার রাগিব (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার নিজপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কল্যাণী মাঝাপাড়ার একটি কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
শিশু মোস্তফা আব্রার রাগিব ওই এলাকার মো. হাসান আলীর ছেলে।
সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মৃত শিশুর চাচাতো ভাই মাজেদুর রহমান জানান, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খেলতে বের হন শিশু মোস্তফা আব্রার রাগিব। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই শিশু বাড়িতে না ফিরলে মা রাবেয়া বেগমসহ পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা তাকে খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে তাকে কোথাও না পাওয়ার পর একপর্যায়ে বাড়ির পাশে কলা বাগানে তার মরদেহ পাওয়া যায়। মোস্তফা আব্রার রাগিব কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক মৃতের বিষয়ে নিশ্চিত করেন।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। তবে শিশু মোস্তফা আব্রার রাগিবের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা বা লিখিত অভিযোগ করেনি। তবে আমাদের তদন্ত চলমান রয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এজে