শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাজীপুরে কারখানায় অগ্নিদগ্ধ আরও একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ পিএম

শেয়ার করুন:

loading/img
এই অগ্নিকাণ্ডে মোট চারজনের মৃত্যু হয়। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানার আগুনে আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম আব্দুল রনি (৩০)। তিনি পেশায় রংমিস্ত্রি। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে ঢাকা জাতীয় বার্ন সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।


বিজ্ঞাপন


পেশায় রংমিস্ত্রী নিহত আব্দুল রনি (৩০) গাইবান্ধার সদর উপজেলার মধ্যফজিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মণ্ডল বলেন, রোববার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে কারখানার আগুনে মৃত্যুর ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। নিহত চারজনই রংমিস্ত্রি।

গত রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এমএন্ডইউ ট্রিমস্ লিমিটেড নামের কারখানায় আগুনের ঘটনা ঘটে। এতে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামের মৃত আব্দুর রউফ সরকারের ছেলে মো. সোহাগ সরকার (৩২), গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার মহারাজপুর গ্রামের মো. রফিক মাতব্বরের ছেলে শাওন (২২) ও লালমনিরহাট জেলার সদর উপজেলার তালুকহারাটি গ্রামের মোহাম্মদ বাবুল মিয়ার ছেলে মো. মজমুল হক (২১) মারা যান।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন