শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফসলি জমির মাটি কাটায় দুইটি এস্কেভেটর জব্দ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫৫ এএম

শেয়ার করুন:

loading/img

ফেনীর ছাগলনাইয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে দুইটি এস্কেভেটর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাঁধানগর ইউনিয়নের মোকামিয়া গ্রামের ভারত সীমান্তসংলগ্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ।


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে ইট প্রস্তুতের জন্যে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় দুইটি এস্কেভেটর জব্দ করা হয়। এছাড়াও চলতি ডিসেম্বর মাসে ৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ফসলি জমির মাটি কাটার দায়ে দুইটি এক্সেভেটর জব্দ ও ২ লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, ফসলি জমির উপরিভাগের টপ সয়েল ফসল উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। ইটভাটাগুলো সেই মাটি কেটে নিয়ে যায়। জমির এ মাটি কাটার কারণে ফসল উৎপাদনে বিপর্যয় নেমে আসে।

ফসলি জমির টপ সয়েল রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রতিনিধি/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন