সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৪, ০৮:১০ পিএম

শেয়ার করুন:

loading/img

বাগেরহাটের শরণখোলায় গাছ থেকে পড়ে নূরুল হক ফরাজী (৫৩) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত নূরুল হক ফরাজী ওই গ্রামের মৃত কাসেম ফরাজির ছেলে।

নিহতের জামাতা ইউনুস হাওলাদার শুক্রবার (৮ নভেম্বর) নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, তার শ্বশুর পেশায় একজন গাছ কাটা শ্রমিক। প্রতিদিনের মতো তিনি একই গ্রামের ইব্রাহিম হাওলাদারের বাড়িতে চুক্তিতে একটি রেইনট্রি গাছ কাটতে যান। তিনি গাছে উঠে ডাল কাটার সময় প্রায় ১৫ ফুট ওপর থেকে পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা  দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যুর খবরটি তিনি অবহিত নন। তবে বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন