লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনেশ্যাম স্কুল অ্যান্ড কলেজের ১৮ শিক্ষার্থীসহ শিক্ষকদের ওপর হামলার ঘটনায় প্রধান শিক্ষক মনির উদ্দিনকে গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করলে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।
বুধবার দুপুরে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের তুষভান্ডার বাজারে বাস স্ট্যান্ড এলাকায় অবরোধ করে বিক্ষোভ করায় রাস্তার দুইপাশে দুইশতাধিক যানবহন আটকা পড়ে। প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে শিক্ষার্থী অবরোধ তুলে নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকেলে প্রধান শিক্ষক তার দলবলসহ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিষ্ঠানটিতে ঢুকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামসুল হককে সাদা কাগজে স্বাক্ষর দিতে চাপ দেন। এতে বাধা দিলে সহকারী শিক্ষক অধর চন্দ্রকে মারধর করা হয়। এসময় শিক্ষার্থীরা এগিয়ে গেলে ১৮ শিক্ষার্থী মারধরের শিকার হন।
প্রতিনিধি/এসএস