সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক ইমাম উদ্দিন নিহত হয়েছেন। রোববার (১৩ অক্টোবর) সৌদি সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ইমাম উদ্দিন নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের নারাচৌঁ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই ইসমাইল হোসেন।
জানা যায়, ইমাম উদ্দিন (৪০) রোববার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে সৌদি আরবের রিয়াদে ডিউটি শেষে মাগরিব নামাজ পড়ে সাইকেল যোগে বাসায় রওয়ানা হন। এ সময় রাস্তা পার হতে গিয়ে জিএমসি গাড়ির ধাক্কায় সে মারা যান। তার মৃত্যু সংবাদে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
প্রতিনিধি/ এজে