নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় কল্পনা রানী রায় (৪০) নামে এক আনসার ভিডিপি কর্মকর্তার মৃত্যু হয়েছে।
তিনি গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আজ রংপুরের ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
বিজ্ঞাপন
রোববার (৬ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুল ইসলাম।
নিহত কল্পনা রানী রায় ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও জলঢাকার শিমুলবাড়ী ইউনিয়নের নরেশ চন্দ্র রায়ের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে তিনি অফিসের কাজে মোটরসাইকেলযোগে নীলফামারীর দিকে যাচ্ছিলেন। এসময়ে ডোমারের সোনারায় ইউনিয়নের ডুগডুগি বাজার এলাকার পৌঁছালে রাস্তায় স্লিপ কেটে ছিটকে পড়ে যায়। পরে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিজ্ঞাপন
পরে স্বজনরা তাকে রংপুরের ডক্টরস ক্লিনিকে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় তার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আহত হয়ে আজ সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/এসএস