রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

নোয়াখালীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৭ পিএম

শেয়ার করুন:

loading/img

নোয়াখালীর চাটখিল উপজেলার মলংচর গ্রামে বিষধর সাপের কামড়ে ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


মৃত ফরহাদ হোসেন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কানারী বাড়ির মজিবুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, গত রোববার রাত ১২টার দিকে ফরহাদ তার শ্বশুরবাড়ি মলংচর গ্রামে সাপে কামড় দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।

পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

আরও পড়ুন

বীরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিহতের বাবা মজিবুল হক বলেন, ফরহাদ হোসেনকে তার শ্বশুর বাড়ির বসত ঘরের শয়নকক্ষে খাটের ওপর থেকে মাটিতে পা দিতেই বিষধর সাপ পরপর চারটি কামড় দেয়।

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ফরহাদকে বিষাক্ত সাপে কাটার পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অ্যান্টিভেনম ইনজেকশন প্রয়োগ করে। কিন্তু কিছুক্ষণ পরে যুবকের শারীরিক অবস্থা অবনতি দেখলে স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ না থাকায় আমরা উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করি। সেখানে তার মৃত্যু হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন