ফেনীর ছাগলনাইয়া থানা থেকে ৫ আগস্ট লুট হওয়া ৩টি অস্ত্র উদ্ধার করেছে জেলা আনসার ভিডিপির কমান্ড্যন্ট মো. হেলাল উদ্দীন।
শুক্রবার (৯ আগস্ট) গোপন সংবাদ পেয়ে ফেনী জেলা আনসার ভিডিপির কমান্ড্যন্ট মো. হেলাল উদ্দীনের নেতৃত্বে ৫ ও ১৮ ব্যাটালিয়ন আনসারের দুটি টিম ছাগলনাইয়া থানার বিভিন্ন স্থানে অভিযান চালায়।
বিজ্ঞাপন
এ সময় ছাগলনাইয়া থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে ২টি শর্টগান, ১টি চায়না রাইফেলসহ মোট ৩টি অস্ত্র উদ্ধার করে। অভিযানে ছাগলনাইয়া উপজেলা আনসার ভিডিপির কর্মকতা রিক্তা হাজারী, উপজেলা প্রশিক্ষক মাসুদ পারভেজ সহ আনসার ভিডিপির কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।
ফেনী জেলা আনসার ভিডিপির কমান্ড্যন্ট মো. হেলাল উদ্দীন জানান, স্থানীয় যুবকদের তথ্যে খবর পেয়ে ব্যাটালিয়ন আনসার সদস্যদের নিয়ে ২টি অস্ত্র ও থানা পুকুর থেকে ১টি অস্ত্র, ৪ রাউন্ড রাবার কার্তজ, ৪ রাউন্ড সীসা কার্তুজ, আগুন ভস্মিভুত অস্ত্রের ৪টি অংশ, একটি ভাংগা গুলির বক্স উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের বিষয়টি জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম ও ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমলকে অবহিত করা হয়েছে।
তিনি জানান, অস্ত্র গুলো জেলা ব্যাটালিয়ন আনসার ভিডিপির কমান্ড্যন্ট এর হেফাজতে রয়েছে। এ ঘটনা কাউকে গ্রেফতার করা যায়নি।
তিনি আরও জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার সহ সকল ভিডিপির সদস্যদের দায়িত্ব পালন করতে নির্দেশ দেয়া হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে