‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদ্যাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলা মৎস্য দফতর ও উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী অফিসার মো. ডালিম সরকারের এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মো. আফছার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, সেতাবগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আবুল বাসার, পুরুষ ভাইস চেয়ারম্যান বেদওয়ানুল কারীম রাবিদ, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা মোতালেব প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন। সঞ্চালনা করেন মো. মাহবুব আলম। আলোচনা সভা শেষে তিন জন মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়।
প্রতিনিধি/ এজে