দিনাজপুরে মানবদেহের বিচ্ছিন্ন হাড়সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) ঘোড়াঘাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি ব্যাগে কঙ্কাল উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি পাওয়া গেছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, রাজশাহীর বাঘা উপজেলার খাগড় বাড়িয়ার লালন মিয়া (৪২), নূনতলা এলাকার জহুরুল ইসলাম (৪৫) এবং অপরজন চেরঙ্গার গোলাম মোস্তফা (৩১)। পুলিশ জানায়, এ তিনজন আন্তঃজেলা হাড় চুরি চক্রের সদস্য।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, চারটি কবর থেকে হাড় চুরি হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। পরে গোপন সংবাদের মাধ্যমে এই সংঘবদ্ধ তিন আন্তঃজেলা কঙ্কাল চোরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা কঙ্কাল চুরির কথা স্বীকার করে এবং পৌরশহরের নূরজাহানপুর এলাকার কবরস্থানের পাশে একটি ঘাসের জমি থেকে বস্তাবন্দি হাড় পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মূলত বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের ক্রেতা। তবে দেশে কঙ্কাল বেচাকেনা বৈধ নয়। একটি কঙ্কাল সাধারণত ২০ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, হাড়গুলো তারা একটি বস্তায় ভরে নিরাপদ জায়গায় রেখেছিল। এসব মানব কঙ্কাল এক একটি ৮ হাজার টাকায় বিক্রি করে বলে প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে। আমরা তদন্তের স্বার্থে ক্রেতার নাম এখনি প্রকাশ করছি না। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
প্রতিনিধি/ এজে