দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-ভটভটির সংঘর্ষে আব্দুর রশিদ হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউপির রানীগঞ্জ বাজার মাছের আড়ত সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত ব্যক্তি হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বানেশ্বর এলাকার আব্দুল মিয়ার ছেলে আব্দুর রশিদ হোসেন।
ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) দেবব্রত রায় দিপ্ত বিষয় নিশ্চিত করে জানান, সকালে গোবিন্দগঞ্জ এলাকা থেকে ঘোড়াঘাট রানীগঞ্জ বাজারে গরু ক্রয়-বিক্রির করে গরুসহ কয়েকজন ব্যক্তি যাচ্ছিলেন। এমন সময় ঢাকা ফেরত আমের ক্যারেটবাহী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে ট্রাক ও ভটভটিতে থাকা আরোহী আহত ও নিহত হয়। আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করানো হয়। মরদেহ উদ্ধার করে ট্রাক ও ভটভটি আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এসএস