রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

দিনাজপুরে ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১২ জুলাই ২০২৪, ০৯:০২ এএম

শেয়ার করুন:

loading/img

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-ভটভটির সংঘর্ষে আব্দুর রশিদ হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউপির রানীগঞ্জ বাজার মাছের আড়ত সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত ব্যক্তি হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বানেশ্বর এলাকার আব্দুল মিয়ার ছেলে আব্দুর রশিদ হোসেন।

আরও পড়ুন

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) দেবব্রত রায় দিপ্ত বিষয় নিশ্চিত করে জানান, সকালে গোবিন্দগঞ্জ এলাকা থেকে ঘোড়াঘাট রানীগঞ্জ বাজারে গরু ক্রয়-বিক্রির করে গরুসহ কয়েকজন ব্যক্তি যাচ্ছিলেন। এমন সময় ঢাকা ফেরত আমের ক্যারেটবাহী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে ট্রাক ও ভটভটিতে থাকা আরোহী আহত ও নিহত হয়। আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করানো হয়। মরদেহ উদ্ধার করে ট্রাক ও ভটভটি আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন