মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ঢাকা

মানিকগঞ্জে লাঠিপেটা করে যুবককে হত্যা

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৪, ০২:০০ পিএম

শেয়ার করুন:

মানিকগঞ্জে লাঠিপেটা করে যুবককে হত্যা

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মো. ঝন্টু মিয়া (২৫) নামের এক যুবককে বেধড়ক লাঠিপেটা করে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (৮ জুলাই) বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি সুমন কুমার আদিত্য।


বিজ্ঞাপন


নিহত যুবক উপজেলার কলিয়া ইউনিয়নের উয়াউল গ্রামের আব্দুল খালেকের ছেলে।

আরও পড়ুন

তিন মাসের সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যা করলেন মা

পুলিশ ও স্থানীয়রা জানান, ঝন্টু মিয়া রোববার (৭ জুলাই) সন্ধ্যার পর কালিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তার নিজ গ্রামের ঈদগা মাঠের সামনে আসলে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের জাকিরের ছেলে জাহিদ (২১) ও তার ৮/৯ জন সহযোগী মিলে বেধড়ক লাঠিপেটা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

kill


বিজ্ঞাপন


কলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সিদ্দিকুর রহমান বলেন, গতকাল রাত আনুমানিক ৮টার দিকে জাহিদ ও তার ৮/৯ জন সহযোগী মিলে মো. ঝন্টুকে লাঠিপেটা করে হত্যা করেছে বলে শুনেছি। পরে গ্রামের মানুষ পুলিশকে খবর দেয়। পুলিশ ময়নাতদন্তের জন্য ঘটনাস্থল থেকে ঝন্টুর মরদেহ নিয়ে যায়।

নিহত ঝন্টুর প্রতিবেশী চাচা আমিনুর রহমান বলেন, আজ থেকে মাস দেড়েক আগে ঝন্টুদের বাড়ির সামনের রাস্তা নষ্ট করে মাটি বোঝাই ট্রাক্টর চলানোর কারণে জাহিদের সঙ্গে কথা কাটাকাটি হয়। সেই রাগেই এই ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

দৌলতপুর থানার ওসি সুমন কুমার আদিত্য বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর