বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

উৎসবমুখর পরিবেশে ঢাকা কলেজে নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ১১:৫৬ পিএম

শেয়ার করুন:

loading/img

বাঙালি জাতির সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ঢাকা কলেজে। এ উৎসবে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও  সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ঢাকা কলেজ ক্যাম্পাসে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দারের সভাপতিত্বে এ অনুষ্ঠান পরিচালনা করা হয়। এ সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক সংগঠন আবৃত্তি ও নাচ-গান পরিবেশন করে।


বিজ্ঞাপন


এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদফতরের (মাউসি) ডিজি অধ্যাপক আজাদ খান এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির পরিচালক অধ্যাপক ড. জুলফিকার হায়দার।

কর্মসূচিতে সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাস প্রাঙ্গণে পহেলা বৈশাখের বর্ণাঢ্য র‌্যালি করা হয়। এরপর সকাল ১০টায় আলোচনা সভা এবং সাড়ে ১১টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির পরিচালক অধ্যাপক ড. জুলফিকার হায়দার বলেন, আজকের আয়োজনটা খুব চমৎকার ছিল। এ সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা উপভোগ করছিলাম। বৈষম্যহীন নতুন বাংলাদেশে সবাই আনন্দঘন পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে পালন করছে এ দিনটি। প্রথমেই স্মরণ করছি জুলাই আন্দোলনের শহীদদের এবং আহত হয়ে হাসপাতালে যারা চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকের এই দিন পেয়েছি। যার ফলে স্বাধীনভাবে মুক্ত পরিবেশে উপস্থিত হতে পেরেছি। সবচেয়ে আনন্দের বিষয় সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ একসঙ্গে আজকের এই আয়োজন উপভোগ করে আয়োজন সার্থক করেছে।

সমাপনী বক্তব্যে ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার বলেন, আজকে শুধু আনন্দ ও উল্লাসের দিন। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে এই যে নববর্ষ কত বছর পরে আমরা এতো সুন্দরভাবে পালন করতে পারছি; এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এরকম পরিবেশে আগামী দিনগুলোতে আমরা সবাই একসঙ্গে সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করব।


বিজ্ঞাপন


উল্লেখ্য, গত ২৩ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বাংলা বর্ষবরণ উদযাপনে সকল শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে। এ চিঠির নির্দেশনা অনুযায়ী অধিদফতরের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

এসএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর