শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিএনপি-জামায়াতের আমলে পরীক্ষায় নকলে সয়লাব ছিল: এমপি আজাদ

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৪, ০৬:৩৭ পিএম

শেয়ার করুন:

loading/img

কুমিল্লার দেবিদ্বারে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে পরিদর্শন করেছেন কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য ও বৈদেশিক কর্মসংস্থান সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে দেবিদ্বারের জাফরগঞ্জের গঙ্গামণ্ডল রাজ ইনষ্টিটিউশানে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, বিএনপি জামায়াতের আমলে পরীক্ষায় নকলের সয়লাব ছিল। তখন বইয়ের পাতা কেটে শিক্ষার্থীরা পরীক্ষা দিতেন। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নকলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।


বিজ্ঞাপন


মো. আবুল কালাম আজাদ বলেন, যদি কোনো শিক্ষক বা অন্য কেউ নকল করতে সহযোগিতা করেন প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ডিভাইসের মাধ্যমে নকল করা না হয়, সেদিকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন। আমাদের একটি মেধাবী ও দক্ষ জনশক্তি গঠন করা বঙ্গবন্ধু ও আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘদিনের একটি লালিত স্বপ্ন। সে স্বপ্ন পূরণের দিকেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এক্ষেত্রে সকল শিক্ষক সমাজকেও এগিয়ে আসতে হবে। শিক্ষকরাই পারেন বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশ উপহার দিতে। সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি বাজেট ঘোষণা করেছেন। যা গত অর্থবছরের চেয়েও ৬ হাজার ৫৪৭ কোটি বেশি।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করুন। কারণ আপনাদের প্রচেষ্টার মাধ্যমে একটি আগামীর সুন্দর মেধাবী বাংলাদেশ গড়ে উঠবে।

এর আগে, তিনি রাজামেহার ও ধামতি এলাকায় দুটি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শন চলাকালে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম, দেবিদ্বার পৌরসভার মেয়র মো. সাইফুল ইসলাম শামীম, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. জাহিদ হাসান প্রমুখ।


বিজ্ঞাপন


উল্লেখ্য, দেবিদ্বার উপজেলায় ২০২৪ সালে মোট ১০টি কেন্দ্রে ৩ হাজার ২৯৭ জন এইচএসসি, এইচএসসি (বিএম) ও আলিম পরীক্ষার্থী অংশ নিয়েছে।

প্রতিনিধি/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন