রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

কলেজের দেয়াল ধসে স্কুলশিক্ষার্থীর পা ভাঙল

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ২৩ জুন ২০২৪, ১০:২৬ এএম

শেয়ার করুন:

loading/img

নীলফামারীর সৈয়দপুরে কলেজের সীমানা প্রাচীর ধসে ফারহান হোসেন (১১) নামে এক শিশুর ডান পায়ের হাঁটুর ওপরের অংশ ভেঙে গেছে।

শনিবার (২২ জুন) রাত ৮টার দিকে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পরে শিশুটিকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের নেওয়া হয়।

আরও পড়ুন

বান্দরবানে ভ্রমণে আসা মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

ফারহান সৈয়দপুর মহিলা কলেজ সংলগ্ন পুরোনো মুন্সিপাড়ার ঢাকাইয়া পট্টির নিসার হোসেনের ছেলে ও সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

received_344429205361373


বিজ্ঞাপন


স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা  জানান, রাত সাড়ে ৮টার দিকে শিশুটির চিৎকারে ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি, কলেজের ফটকের সঙ্গে একটি দেয়াল ধসে শিশুটির পায়ের ওপরে পড়েছে। কয়েকজন মিলে দেওয়ালের ভাঙা অংশ সরিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাই।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের অর্থোপেডিক সার্জন আব্দুর রহিম বলেন, শিশুটির ডান পায়ের হাঁটুর ওপরের অংশ ভেঙে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

উখিয়ায় বাড়ির দেয়াল ধসে শিক্ষার্থীর মৃত্যু

সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ইউএনও মো. নুর-ই-আলম সিদ্দিকী বলেন, ঘটনাটি আমার জানা নেই। তবে এ ধরনের ঘটনা দুঃখজনক। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন