মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ঢাকা

উখিয়ায় বাড়ির দেয়াল ধসে শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৯ জুন ২০২৪, ১২:১৯ পিএম

শেয়ার করুন:

loading/img

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে বাড়ির দেয়াল ধসে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।

বুধবার (১৯ জুন) ভোররাতে ভারী বৃষ্টির কারণে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত আব্দুল করিম (১২) পালংখালী ইউপির ৪ নম্বর ওয়ার্ড এলাকার শাহ আলমের ছেলে। তাদের বসতবাড়ির দেয়াল ভেঙে নিহত হয় করিম।

মৃত আবদুল করিম থাইংখালী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, অতি বৃষ্টির কারণে পালংখালী ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি ও ঢালু জনপদের মানুষ ভূমিধ্সসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের চরম ঝুঁকিতে রয়েছেন। তাদেরকে নিরাপদ স্থানে সরে আসার অনুরোধ করার পরেও গতরাতে দুর্ভাগ্যবশত বাড়ির সীমানা দেয়াল ভেঙে এক স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনা খুবই দুঃখজনক।


বিজ্ঞাপন


উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, পাহাড় ধসে এক শিক্ষার্থী নিহতের খবর পেয়ে উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসেন৷ এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর