রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বাখরাবাদ গ্যাস কোম্পানি

ডিজিএমের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৪ জুন ২০২৪, ০৮:৩০ এএম

শেয়ার করুন:

loading/img

কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব বিভাগের সাবেক উপ-ব্যবস্থাপক (ডিজিএম) আব্দুল হাই ভূঁইয়া এবং তার স্ত্রীর বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

সোমবার (৩ জুন) এ অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ফজলুল হক।

মামলার আসামিরা হলেন- কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব বিভাগের সাবেক উপ-ব্যবস্থাপক (বর্তমানে অবসরপ্রাপ্ত) আব্দুল হাই ভূঁইয়া (৬২) এবং তার স্ত্রী আঞ্জুমান আরা বেগম (৫৬)। তারা বরুড়া উপজেলার আমড়াতলী বড় ভাতুয়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষসহ ৭ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে দুদকে অভিযোগ

দুদকের উপ-পরিচালক ফজলুল হক জানান, কুমিল্লা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে বলা হয় যে, আঞ্জুমান আরা বেগম দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশে সম্পদের মিথ্যা হিসাব প্রদান, তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক অবৈধভাবে ১ কোটি ৭৭ লাখ ৯৭ হাজার ৭৯৩ টাকা ভোগদখলে রেখেছেন। এ কাজে আঞ্জুমান আরা বেগমকে সহযোগিতা করেছেন তার স্বামী কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব বিভাগের উপ-ব্যবস্থাপক (বর্তমানে অবসরপ্রাপ্ত) আব্দুল হাই ভূঁইয়া। এতে করে উভয়ে দুর্নীতি দমন আইন ও দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় অপরাধী হিসেবে গণ্য হয়েছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন