রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

পীরগঞ্জে মন্ডলের হ্যাটট্রিক, মিঠাপুকুরে নতুন মুখ

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২২ মে ২০২৪, ১২:০৩ এএম

শেয়ার করুন:

loading/img
নুর মোহাম্মদ মন্ডল ও কামরুজ্জামান কামরু। ছবি: সংগৃহীত

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২১ মে) রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বেসরকারি ফলাফলে পীরগঞ্জে তৃতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ মন্ডল। অন্যদিকে মিঠাপুকুরে নতুন মুখ হিসেবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক যুবলীগ নেতা কামরুজ্জামান কামরু।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ দুটি উপজেলায় ভোটগ্রহণ চলে। পরে রাত সাড়ে ৯টার দিকে নিজ নিজ নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।


বিজ্ঞাপন


বেসরকারি ফলাফল অনুযায়ী, পীরগঞ্জে ১২৩টি ভোট কেন্দ্রে নুর মোহাম্মদ মন্ডল আনারস প্রতীকে ৪৫ হাজার ৬৪০ ভোট পেয়ে তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন চৌধুরী জাহাঙ্গীর সাড়ে নয় হাজার ভোট পেয়েছেন।

অন্যদিকে মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক যুবলীগ নেতা কামরুজ্জামান কামরু হেলিকপ্টার প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৭০ হাজার ৮৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৪৬ হাজার ৬৪৮ ভোট।

মিঠাপুকুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন