রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

রামগঞ্জে কেন্দ্র দখলের চেষ্টা, সাংবাদিকের গাড়ি ভাঙচুর

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ২১ মে ২০২৪, ০১:৪২ পিএম

শেয়ার করুন:

loading/img

লক্ষ্মীপুরের রামগঞ্জে পশ্চিম কাজিরকজীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টায় ৫ জনকে আটক করা হয়েছে।

এ সময় আনারস প্রতীকের সমর্থকরা এক সাংবাদিকের গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশের ধাওয়ায় হামলাকারীরা পালিয়ে যায়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২১ মে) দুপুরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক জেলা প্রশাসক সুরাইয়া জাহান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে পথে পথে ভোটারদের আটকানোর অভিযোগ রয়েছে হামলাকারীদের বিরুদ্ধে।

মনু মিয়া নামে এক অটোরিকশা চালককে মারধরসহ রিকশা ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেছে হামলাকারীরা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন