রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঈশ্বরদীতে ফেনসিডিলসহ রেল নিরাপত্তা বাহিনীর সিপাহি গ্রেফতার

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ২০ মে ২০২৪, ০৯:৪২ এএম

শেয়ার করুন:

loading/img

পাবনার ঈশ্বরদীতে ২৯৫ বোতল ফেনসিডিলসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহি মাসুম হাওলাদার (৩০) ও অপর সিপাহি হাফিজুল ইসলামের স্ত্রী ঝর্না খাতুনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ মে) সকালে পৌর শহরের ফকিরের বটতলা, পিয়ারাখালী ও স্কুল পাড়া এলাকায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঈশ্বরদী থানা পুলিশ।


বিজ্ঞাপন


এ সময় মাসুম হাওলাদারের ভাড়া বাসা থেকে ২৩৪ বোতল এবং হাফিজুল ইসলামের ভাড়া বাসা থেকে ৬১ বোতল ফেনসিডিলসহ ১ লাখ ৩০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামি মাসুম হাওলাদার পিরোজপুর সদর থানার উদয়কাঠি গজলিয়া এলাকার মতিউর রহমানের ছেলে ও ঝর্না খাতুন বরিশাল জেলার উজিরপুর থানার ডাকুয়ার বড়াকোঠা গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী।

আরও পড়ুন

মহেশপুরে ফেনসিডিলসহ নারী গ্রেফতার

মাসুম হাওলাদার ও হাফিজুল ইসলাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে কর্মরত সিপাহি।


বিজ্ঞাপন


সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গ্রেফতার ২ আসামিসহ পলাতক হাফিজুল ইসলামের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাকশী বিভাগীয় সহকারী কমান্ডেন্ট শহীদুজ্জামান বলেন, দুই সিপাহির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন