বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

রেল

ট্রেন বা রেল বা রেলগাড়ি এক ধরনের পরিবহণ ব্যবস্থা যা কিছু সংযুক্ত যানবাহনের একটি সারি নিয়ে গঠিত এবং যা যাত্রী বা মালামাল পরিবহণের জন্য রেলপথের উপর চলে। যে সমান্তরাল ধাতব পাতের উপর ট্রেন চলে তাকে বলে রেললাইন। যাত্রী বা মালামাল পরিবহণকারী কক্ষগুলোকে বগি বলে। ইঞ্জিন বা লোকোমোটিভ দিয়ে রেল চালানো হয়।

শেয়ার করুন: