রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে ৩ কেএনএফ সদস্য নিহত

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ১৯ মে ২০২৪, ০৫:৫৩ পিএম

শেয়ার করুন:

loading/img
ফাইল ছবি

পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নির্মূলে চলমান যৌথ বাহিনীর অভিযানে বান্দরবানের রুমা উপজেলার ডেবাছড়া এলাকায় বন্দুকযুদ্ধে তিন কেএনএফ সদস্য নিহত হয়েছেন।

রোববার (১৯ মে) দুপুরে রুমা উপজেলা পাইন্দু ইউনিয়নের ডেবাছড়া এলাকার গভীর জঙ্গলে একটি আস্তানায় অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছে রোয়াংছড়ি থানা পুলিশ।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, রোয়াংছড়ি উপজেলা রৌনিন পাড়ার পরে রুমা উপজেলা পাইন্দু ইউনিয়নের ডেবাছড়া এলাকার গভীর অরণ্যে কেএনএফএর আস্তানায় অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। প্রায় ঘণ্টাব্যাপী গোলাগুলির পর সেখান থেকে দুজন কেএনএফ সদস্যের লাশ এবং একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে গুলিবিদ্ধ কেএনএফ সদস্যও মারা যান। নিহতদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

এদিকে ঘটনার পর আশেপাশের পাড়াগুলোতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেখানে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

আরও পড়ুন

কীভাবে এত শক্তি সঞ্চয় করল কেএনএফ?

‘কেএনএফের সন্ত্রাসী কর্মকাণ্ড শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে’

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী জানান, তিনিও ঘটনাটি শুনেছেন। তবে যৌথ বাহিনীর অভিযানে কয়জন সন্ত্রাসী মারা গেছে এখনো তারা নিশ্চিত নন। লাশ উদ্ধারের জন্য রোয়াংছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে বলে জানান তিনি।


বিজ্ঞাপন


এই কর্মকর্তা বলেন, এলাকাটি যেহেতু দুর্গম এবং নেটওয়ার্কবিহীন তাই কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না। পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে এলে বিস্তারিত বলা যাবে।

গত ২ ও ৩ এপ্রিল রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনার পর কেএনএফের তৎপরতা দমনে বান্দরবানে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়, যা এখনো চলছে। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য সন্দেহে এখন পর্যন্ত ২৫ নারীসহ ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন