মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘কেএনএফের সন্ত্রাসী কর্মকাণ্ড শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে’

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ১৩ মে ২০২৪, ০৯:৫০ পিএম

শেয়ার করুন:

কেএনএফের সন্ত্রাসী কর্মকান্ড শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে রাষ্ট্রবিরোধী ও ব্যাংক ডাকাতি কিংবা দুঃসাহসিক সন্ত্রাসী কর্মকাণ্ড করে কোনো সন্ত্রাসী পার পাবে না। রুমা থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কুকি-চিন সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে সন্ত্রাসীরা যাতে সীমান্ত পেরিয়ে অন্য দেশে চলে যেতে না পারে সে জন্যে সীমান্তের বিওপিগুলো তদারকির পাশাপাশি সেনাবাহিনীকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে বিজিবি সদস্যরা। কেএনএফের সন্ত্রাসী কর্মকান্ড শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলবে।

সোমবার (১৩ মে) বিকেল ৪টায় বান্দরবানের থানচি-রুমা উপজেলার বিভিন্ন সীমান্ত ও কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের বিরুদ্ধে চলমান আভিযানিক এলাকা পরিদর্শন শেষে রুমা বিজিবি ৯ ব্যাটেলিয়ান সদর দফতরে সাংবাদিকদের এ কথা বলেন।


বিজ্ঞাপন


মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, অভিযানে সফলতা আছে। ব্যাংক ডাকাতি করে রাষ্ট্র ও রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড দেখিয়ে কোনো সন্ত্রাসী গোষ্ঠী রেহাই পাবে না। 

তিনি বলেন, এই এলাকার বম জনগোষ্ঠীও কেএনএফ সন্ত্রাসীদের সমর্থন করছে না। তারা কেএনএফের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে।

এ সময় বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার মো. মেহেদি হাসান, কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোর্শেদ আলম, বান্দরবান বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল সোহেল আহমেদ, এবং রুমা ৯ বিজিবির অধিনায়ক লেফটেনান্ট কর্ণেল হাসিবুল হকসহ বিজিবির  ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য: যে গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপক অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। ব্যাংক ব্যবস্থাপক উদ্ধার হলেও লুট হওয়া অস্ত্র ও টাকা উদ্ধার করা যায়নি। সশস্ত্র সংগঠন কেএনএফ এ সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতার, অস্ত্র ও টাকা উদ্ধারের অভিযানে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। অভিযান সমন্বয় করছে সেনাবাহিনী।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর