কুমিল্লার দাউদকান্দিতে মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর সংলগ্ন মালিখিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ঢাকা মেইলকে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম।
নিহত ব্যক্তিরা হলেন- তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের শাহজালালের স্ত্রী দিলবার নেছা (৬৫), তার মেয়ে শাহিনুর আক্তার (৩০), শাহীনুরের মেয়ে সায়মা (৫) এবং তার আরেক মেয়ে রাইসা (২)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সোমবার সকালে তারা কুমিল্লা শহরে শাহিনুর আক্তারের দুই মেয়ে সায়মা (৫) এবং আরেক মেয়ে রাইসাকে (২) নিয়ে কুমিল্লা শহরে ডাক্তার দেখাতে গিয়েছিল। তাদের সঙ্গে শাহিনুরের শাশুড়ি দিলবার নেছা (৬৫) ছিলেন। সোমবার রাত ৮টার দিকে মহাসড়কের ওই অংশে রাস্তা পার হচ্ছিলেন একই পরিবারের এ চারজন।
এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহন নামের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।
বিজ্ঞাপন
ওসি আরও বলেন, চাপা দেওয়া বাসটি পালিয়ে গেলেও একই কোম্পানির অন্য একটি বাস আটক করা হয়েছে।
প্রতিনিধি/এসএস