কুমিল্লার লাকসামে ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়ে এক জেলের আত্মহত্যার অভিযোগ উঠেছে।
রোববার (২১ এপ্রিল) উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের চিকুনিয়া দক্ষিণপাড়া বড়বাড়ির পশ্চিম পাশের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পরে লাকসাম থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত জেলের নাম দুলাল চন্দ্র সরকার (৫৫)। তার ১ ছেলে ও ১ মেয়ে।
নিহতের ছোট ভাই লিল মোহন সরকার ও মামলা সূত্রে জানা গেছে, প্রায় ৪ মাস আগে ছেলে সুজন সরকারকে আবুধাবি পাঠানোর জন্য ৭-৮ লাখ টাকা ঋণ করেন দুলাল। তার সামান্য আয়ে সংসার চালিয়ে ঋণের টাকা পরিশোধ করা অসম্ভব হয়ে পড়ে।
রোববার দুপুরে তিনি বাজার থেকে বাড়িতে ফেরেন। কিছুক্ষণ পর তিনি বাড়ির পাশে পুকুর পাড়ে একটি গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন জানতে পেরে চিৎকার করায় লোকজন জড়ো হয়ে থানায় খবর দেয়। পরে লাকসাম থানা পুলিশ মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।
বিজ্ঞাপন
লাকসাম থানার ওসি সাহাবুদ্দিন খান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস