রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঈদে বাড়ি যেতে পথেই স্ত্রী-সন্তান হারালেন বিশ্ববিদ্যালয় শিক্ষক

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম

শেয়ার করুন:

loading/img
ছবি- সংগৃহীত

ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়ি যেতে গিয়ে পথেই স্ত্রী-সন্তানকে হারালেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফিরোজ হোসেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে নওগাঁর মান্দায় মালবোঝাই পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলেই ফারাবী নামের পাঁচ মাস বয়সী শিশু নিহত হয়। পরে রাত সাড়ে ৮টার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজ হোসেনের স্ত্রী রেশমা খাতুনও (৩০) মারা যান। 


বিজ্ঞাপন


এ দুর্ঘটনায় আহত হয়েছেন শিক্ষক ফিরোজ হোসেন ও তার ৮ বছর বয়সী মেয়ে ফারিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি কাটাতে দুই শিশু সন্তানকে নিয়ে স্বপরিবারে গ্রামের বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার চকগোছাই গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে বিজয়পুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। পরে তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৫ মাস বয়সী শিশু ফারাবীকে মৃত ঘোষণা করে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার স্ত্রী রেশমা খাতুনের মৃত্যু হয়।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন