শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

পানছড়িতে ৪ ছাত্র-যুব নেতাকে হত্যার বিচারের দাবিতে ছাত্র ধর্মঘটের ডাক

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১১ পিএম

শেয়ার করুন:

loading/img

খাগড়াছড়ি পানছড়িতে চার ছাত্র-যুব নেতার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে আগামীকাল রোববার (১১ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি জেলার সব স্কুল-কলেজে ছাত্র ধর্মঘট কর্মসূচি পালিত হবে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ছাত্র ধর্মঘট সফল করার জন্য জেলার সকল স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।


বিজ্ঞাপন


পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি শান্ত চাকমা ও সাধারণ সম্পাদক রুপান্তর চাকমা বিবৃতিতে বলেন, পানছড়িতে ৪ নেতাকে হত্যার দুই মাসেও প্রশাসন এখনও খুনিদের গ্রেফতার করেনি। আলোচিত উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় পার্বত্য চট্টগ্রামে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল রোববার (১১ ফেব্রুয়ারি) পুরো জেলায় ছাত্র ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।

তারা বলেন, এই ছাত্র ধর্মঘট কর্মসূচি কেবল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নয়, এটি পার্বত্য চট্টগ্রামে এদেশের শাসকগোষ্ঠী কর্তৃক চলমান খুন-গুম. অপহরণ ও সন্ত্রাসের বিরুদ্ধে। কাজেই, ন্যায়ের পক্ষে এ আন্দোলনে পার্বত্য চট্টগ্রামের ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। পানছড়িতে চার নেতার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামীকাল খাগড়াছড়ি জেলায় স্কুল-কলেজ ছাত্র ধর্মঘট কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সফল করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর ২০২৩ পানছড়ির অনিল পাড়ায় দুর্বৃত্তরা পিসিপির সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সহসভাপতি লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রুহিন বিকাশ ত্রিপুরাকে গুলি করে হত্যা করে।

প্রতিনিধি/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন