রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

কুমিল্লায় হিউম্যানিটি অব বাগমারা উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২ মে ২০২২, ০৯:০২ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি: ঢাকা মেইল

কুমিল্লার লালমাই উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটি অব বাগমারার (হিউবাগ) উদ্যোগে ২৫০টি হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) সকালে উপকারভোগীদের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দেয় সংগঠনের সদস্যরা।


বিজ্ঞাপন


এ সময় বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদ, সংগঠনটির প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম শান্ত, উপদেষ্টা ডা. কাউছার আহমেদ জুয়েল, সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী ইয়াকুব আলী নিমেল, সভাপতি সাইফুল ইসলাম শাওন, সহ-সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মারুফ সিরাজী, দফতর সম্পাদক আরিফুল ইসলাম ও প্রচার সম্পাদক অভি প্রমুখ উপস্থিত ছিলেন।

‘আমাদের অঙ্গীকার, সেবা করব জনতার’ - এই স্লোগানকে সামনে রেখে গত বছরের ১ জানুয়ারি লালমাই উপজেলার বাগমারায় সামাজিক ও সেবামূলক এ সংগঠনটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে এলাকার অসহায় ও হতদরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে বিভিন্ন সময়ে সহযোগিতা করে আসছে সংগঠনটি। এছাড়াও বৃক্ষরোপণ, বাগমারা বাজারের যানজট নিরসন, অসুস্থ ব্যক্তিদের সেবা প্রদান, স্বেচ্ছায় রক্তদান ও জনসচেতনতায় মাস্ক, সেনিটাইজার বিতরণসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে সংগঠনটি।

এ ব্যাপারে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী ইয়াকুব আলী নিমেল বলেন, ‘বাগমারা বাজারের ১শ’ জন পায়ে চালানো রিকশা ও ভ্যানচালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া ১৫০টি মধ্যবিত্ত পরিবারের মাঝে গোপনে পৌঁছে দেওয়া হয়েছে ঈদ সামগ্রী। এ সময় যে সব প্রবাসী ভাইয়েরা এই কাজে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সেই সঙ্গে আগামী দিনগুলিতেও প্রবাসীরা এভাবে সহযোগিতা করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন