রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

রংপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য আটক

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৪, ০৭:৩৪ পিএম

শেয়ার করুন:

loading/img

রংপুরের পীরগঞ্জের লালদিঘি এলাকায় বাস ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে রংপুরের পীরগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার।


বিজ্ঞাপন


আটক ডাকাতরা হলেন - রংপুর জেলার পীরগঞ্জের আগাচতরা গ্রামের ফিরোজ মিয়া (২৮), জয়পুর গ্রামের মেহেদী হাসান (২৫), বড় আলমপুর গ্রামের মোহাম্মদ আলী (৩৮), বড় গোপীনাথপুর গ্রামের শাহজাহান আলী (৩০) এবং ডাকাতির ঘটনায় লুণ্ঠিত স্বর্ণ ক্রয়কারী চতরা গ্রামের মনোয়ার হোসেন মজিন (৩৮)।

এর আগে সোমবার (১৫ জানুয়ারি) রাতে রংপুরের পীরগঞ্জ এবং গাইবান্ধার পলাশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ছয়টি ধারালো চাকু, তিনটি স্মার্ট ফোন এবং ডাকাতদের পাঁচটি বাটন ফোন ও লুট করা স্বর্ণ সাদৃশ্য এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়।

পীরগঞ্জ থানায় প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ১২ জানুয়ারি রাত ৯টার সময় গাজীপুরের চান্দুরা বাসস্ট্যান্ডে ডাকাতরা যাত্রী হিসেবে ছদ্মবেশে বাসে ওঠে। তাদের দলের সদস্য ফিরোজ, মেহেদী, মোহাম্মদ আলী এবং শাহজাহান আলীসহ তাদের সহযোগী আরও চারজন এ সময় ডাকাতির সুযোগ খুঁজতে থাকে। পরে রাত সাড়ে ৩টার দিকে পীরগঞ্জ থানার লালদিঘী ওভার ব্রিজ পার হওয়ার সঙ্গে সঙ্গে বাসের ড্রাইভার, হেলপার, সুপারভাইজারসহ বাসযাত্রীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে জিম্মি করে বাসটিকে তারা নিয়ন্ত্রণে নেয়। এ সময় ডাকাতরা ধারালো চাকুর ভয় দেখিয়ে আটটি স্মার্ট ফোন, বাটন ফোন ৮/১০টি, নগদ ৪২ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনা উল্লেখ করে সোমবার পীরগঞ্জ থানায় ডাকাতির মামলা দায়ের করা হলে পরবর্তীতে পীরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
 
অতিরিক্ত পুলিশ সুপার রাজিয়া সুলতানা জানান, আটকরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এখন পলাতক ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন