দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন নৌকার টিপু মুনশি।
রোববার (৭ জানুয়ারি) রাত ৯টায় বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন জেলা রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান।
বিজ্ঞাপন
জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে মোট ১৬৩টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী টিপু মুনশি ১ লাখ ২১ হাজার ৮শ ৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকতম জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকের মোস্তফা সেলিম বেঙ্গল পেয়েছেন ৪১ হাজর ১শ ২৫ ভোট।
উল্লেখ্য, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের টিপু মুনশি (নৌকা), জাতীয় পার্টির সেলিম মোস্তফা (লাঙ্গল) এবং বাংলাদেশ কংগ্রেসের সিরাজুল ইসলাম ডাব প্রতীকে লড়েছেন। এই আসনে মোট ভোটার চার লাখ ৭৮ হাজার ৩৮৩ জন। এর মধ্যে নারী ভোটার দুই লাখ ৪৩ হাজার ৩৩০ জন, পুরুষ ভোটার দুই লাখ ৩৫ হাজার ৪৯ জন। হিজড়া ভোটার রয়েছে ৪ জন। ১৬৩ কেন্দ্রের ৯৭৭ টি কক্ষে ভোট অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি/ এজে