রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

কাপাসিয়ার উন্নয়নে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী আলম

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৪, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

loading/img

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ আসনে ভোট চেয়ে নির্বাচনী জনসভা করেছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী ও বঙ্গতাজ তাজউদ্দীনের ভাগনে আলম আহমেদ।

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে কাপাসিয়ায় পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা।


বিজ্ঞাপন


উপস্থিত নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটারদের কাছে ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করে আলম আহমেদ। এসময় কাপাসিয়া এলাকায় কর্মসংস্থান সৃষ্টি ও এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন তিনি।

জনসভায় আরও বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান আকন্দ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান আরিফ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আহসান প্রধান, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবদুর রশিদ সরকার, আওয়ামী লীগ নেতা অধ্যাপক রুহুল আমিন, অধ্যাপক আইন উদ্দিন, জিয়াউল হক নাসির প্রমুখ।

জনসভায় কাপাসিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত মানুষ অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কন্যা সিমিন হোসেন রিমি। আলম আহমেদ তাজউদ্দিন আহমেদের ভাগনে। এ হিসেবে তিনি রিমির ভাই। এই আসনে ভাই-বোনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন