জামালপুরের সরিষাবাড়িতে ইজিবাইক চালক আব্দুল কাদের মধু হত্যার মূল পরিকল্পনাকারী নান্নু মিয়াকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে সরিষাবাড়ির আরামনগর এলাকায় অভিযান চালিয়ে নান্নু মিয়াকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
নান্নু মিয়া সরিষাবাড়ির চর ধানাটা এলাকার মৃত মুজিবর রহমান মুন্সির ছেলে।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে জামালপুর র্যাব-১৪ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি অধিনায়ক মো. আবরার ফয়সাল সাদী।
তিনি জানান, প্রতিদিনের মতো গত ২৩ অক্টোবর সরিষাবাড়ির হাজলা মাজালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন আব্দুল কাদের মধু। এরপর ২৪ অক্টোবর বিকেলে চাপারকোনা এলাকার ঝিনাই নদীতে আব্দুল কাদেরের ভাসমান মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় তার ভাতিজা আয়নাল হক সরিষাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপরই তদন্ত শুরু করে র্যাব। তদন্তে তথ্য উপাত্ত সংগ্রহ বিশ্লেষণের মাধ্যমে আসামিকে চিহ্নিত করে গ্রেফতার করে র্যাব। পরে জিজ্ঞাসাবাদে নান্নু মিয়া জানান- ২৩ অক্টোবর রাতে নান্নু মিয়াসহ বরিশাল, নারায়নগঞ্জ, শরিয়তপুর ও জামালপুরের চার জন মিলে ইজিবাইক ছিনতাইয়ের পর আব্দুল কাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর তার মরদেহ ঝিনাই নদীতে ফেলে দেওয়া হয়। গ্রেফতার নান্নু মিয়াকে সরিষাবাড়ি থানায় হস্তান্তর ও বাকি আসামিদের গ্রেফতারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে র্যাব।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস