দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে সহকারী রিটার্নিং অফিসারের সঙ্গে জনপ্রতিনিধিগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় দিকে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রাজিব চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা।
বিজ্ঞাপন
এছাড়াও সভায়, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, গুইমারা ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্ধুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ ৩ ইউনিয়নের ইউপি সদস্য থেকে শুরু করে জনপ্রতিনিধিরা অংশ নেন।
মতবিনিময় সভায় নির্বাচনকালীন সময়ে আচরণবিধির বিস্তারিত তুলে ধরে বক্তব্যে দেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রাজিব চৌধুরী।
তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলা আমাদের সকলের দায়িত্ব। অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতার বিকল্প নেই। এসময় তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি নির্বাচনী প্রচার-প্রচারণায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের প্রতি অনুরোধ জানান।
প্রতিনিধি/এসএস