বগুড়ার শেরপুরে গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়ানো আব্দুল মতিন (৫৫) নামের এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মান্দাইল গ্রামের পূর্বপাড়া মাঠের সরিষা ক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
বিজ্ঞাপন
নিহত আব্দুল মতিন মান্দাইল গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে ও বিশালপুর ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।
নিহতের মতিনের ছেলের স্ত্রী শাহানাজ খাতুন জানান, তার শ্বাশুড়ির অসুস্থতার কারণে চার মাস ধরে শেরপুর শহরে মেয়ের বাসায় থাকেন। পুলিশের ভয়ে শ্বশুর গত ১০/১২ দিন ধরে রাতে বাড়িতে থাকেন না। বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে বাড়িতে এসে শীতের জামাকাপড় নিয়ে চলে গেছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জানতে পারি পূর্বপাড়া মাঠের সরিষা ক্ষেতে তার রক্তাক্ত মরদেহ পড়ে আছে।
নিহত মতিনের চাচাতো ভাই জানান, গত ১৫ নভেম্বর পুলিশ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে। সেই মামলার ৬৪ নম্বর আসামি ছিলেন মতিন।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এমএইচএম