রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

পানছড়িতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩, ০৭:১৮ পিএম

শেয়ার করুন:

loading/img

খাগড়াছড়ি পানছড়ি উপজেলার পানছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে শাহানাজ বেগম (৫৫) এক নারী মাদক কারবারিকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (১২ নভেম্বর) বিকেলে পানছড়ি উপজেলার ৫ নম্বর উল্টাছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মোল্লাপাড়া আক্কাছ আলীর টিলার সামনে মোল্লাপাড়া হইতে ফাতেমানগর গামী পাকা রাস্তার উপর থেকে শাহানাজ বেগমকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার আসামি শাহানাজ বেগম পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের স্ত্রী।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর-রশীদ বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে বিধি মোতাবেক থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন