রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

সোয়া ৫ কোটি টাকার রাস্তা ও ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩, ০৩:৩০ পিএম

শেয়ার করুন:

loading/img

নীলফামারীর ডোমার উপজেলায় সোয়া পাঁচ কোটি টাকা ব্যয়ে চারটি রাস্তার সাড়ে তিন কিলোমিটার এইচবিবি ও একটি গার্ডার ব্রিজ এবং চারটি বক্স কালভার্টের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

রোববার (১২ নভেম্বর) সকালে উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের ভাটিয়াপাড়ায় প্রথম একটি রাস্তার উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন।


বিজ্ঞাপন


উপজেলা দুর্যোগ ও ত্রাণ দফতরের আয়োজনে এরপর ভোগডাবুড়ি ও সদর ইউনিয়নে রাস্তা, ব্রিজ ও কালভার্টের উদ্বোধন করেন তিনি।

ডোমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুত সোহেল বলেন, ভোগডাবুড়ি, মটুকপুর ও সদর ইউনিয়নে ৩.৫ কিমি এইচবিবি রাস্তা ২ কোটি ৯৫ লাখ ৭৬ হাজার ৬০০ টাকা এবং ভোগডাবুড়ি, বোড়াগাড়ি ও সদর ইউনিয়নে একটি গার্ডার ব্রীজ ও চারটি বক্স কালভার্ট ২ কোটি ২৬ লাখ ৮৪ হাজার ৭৫৪ টাকা ব্যয় ধরা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, নারী ভাইস চেয়ারম্যান রওশন কানিজ, পাঙ্গামটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।

প্রধান অতিথি নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার বলেন, সারাদেশে প্রতিটি ক্ষেত্রে শেখ হাসিনার উন্নয়ন ছড়িয়ে পড়েছে। বুড়িতিস্তা নদীর পাশ দিয়ে এইচবিবি রাস্তা হচ্ছে। পাকা স্কুল হয়েছে। আরও একটি পাকা ভবন হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন