রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

রাজৈরে যাত্রীবাহী বাস চাপায় নিহত ১, আহত ৩

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৩, ১০:০১ পিএম

শেয়ার করুন:

loading/img

মাদারীপুরের রাজৈরে একটি যাত্রীবাহী বাসের চাপায় খোকন কুন্ডু (৪২) নামে এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। এসময় নারীসহ আহত হয়েছে আরও ৩ জন।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার কামালদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


খোকন মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার বাজিতপুর এলাকার আশুতোষ কুন্ডুর ছেলে।

দুর্ঘটনায় আহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরের সজল ব্যাপারী (৩৫), তার স্ত্রী সুমাইয়া বেগম (২২) ও একই এলাকার ইজিবাইক ড্রাইভার শাহাবুদ্দিন ফকির (৫০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মস্তফাপুর থেকে যাত্রী নিয়ে রাজৈরের দিকে আসছিল ইজিবাইকটি। পথিমধ্যে ঢাকা থেকে আসা বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এসময় ইজিবাইক থেকে পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই খোকনের মৃত্যু হয়। এসময় ইজিবাইকে থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক বিজয় প্রসাদ রায় বলেন, ঘাতক বাসটিকে আমরা জব্দ করেছি। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন