রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

রংপুরে দুর্বৃত্তের হামলায় ইউপি চেয়ারম্যান নিহত

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৩, ১২:৪৯ এএম

শেয়ার করুন:

loading/img
নিহত চেয়ারম্যান ও আটক দুর্বৃত্ত। ছবি: ঢাকা মেইল

দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবার রহমান।

রোববার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে পায়রাবন্দ বাজারে এই ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, পায়রাবন্দ বাজারে অবস্থিত চেয়ারম্যান নিজ ব্যবসা প্রতিষ্ঠান ওষুধের দোকান বন্ধ করে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিলে পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় সদরপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে হারুন তার ভাই মাছ ব্যবসায়ী হাকিম আলীর দোকানের মাছ কাটার বটি দিয়ে গলায় কোপ দেন। এতে রাস্তায় পড়ে যান চেয়ারম্যান।

পরে বাজারে অবস্থানরত স্থানীয়রা ছুটে এসে চেয়ারম্যানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ও হামলাকারীকে আটক করে। চেয়ারম্যানকে হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে আসে শত শত মানুষ। 

এদিকে চেয়ারম্যানের ওপর হামলাকারী মানসিক বিকারগ্রস্ত ও মাদকসেবী বলে এক পক্ষ প্রচার চালালে উত্তেজিত হয়ে পড়ে জনতা। পরে হামলাকারীকে ঘিরে সাধারণ জনতার সাথে প্রশাসনের সঙ্গে দুই ঘণ্টা পাল্টাপাল্টি তর্কবিতর্ক চলে। পরে প্রশাসন ন্যায়বিচারের আশ্বাস দিলে স্থানীয়রা হামলাকারীকে আইনের হাতে সোপর্দ করে।


বিজ্ঞাপন


এদিকে হামলার খবরে তাৎক্ষণিক পায়রাবন্দ বাজারের ঘটনাস্থল পরিদর্শনে যান মিঠাপুকুর রংপুর পীরগঞ্জের এএসপি (ডি সার্কেল) আবুল হাসান, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান।

এ বিষয়ে মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন