রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু: চালক গ্রেফতার

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৩, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

loading/img

নীলফামারীর ডোমার উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আহিমন বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বোড়াগাড়ি বাজার হতে পাগলীমার হাট সড়কের উত্তর মটুকপুর বুদলীরপাড় এলাকায় ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


নিহত বৃদ্ধা একই এলাকার মৃত বছির উদ্দিনের স্ত্রী।

দুপুর ১টার দিকে বোড়াগাড়ি বাজার হতে মোটরসাইকেল চালক মিলন ইসলামকে (২৫) পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।

দুপুরেই নিহত বৃদ্ধার ছেলে আমিজারন রহমান বাদী হতে ডোমার থানায় হত্যা মামলা দায়ের করায় মিলনকে গ্রেফতার দেখানো হয়েছে।

মিলন ইসলাম চিলাহাটির হাজিরহাট এলাকার আবুল কালামের ছেলে।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, রোববার দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর মটকপুর বুদলীরপাড় এলাকার ভাংড়ির দোকানের কর্মচারী আহিমন বেগম চা খাওয়ার জন্য রাস্তার বিপরীদ দিকে জাভেদের চায়ের দোকানে যাওয়া জন্য রাস্তা পার হচ্ছিল।

এসময় মোটরসাইকেলযোগে মিলন বামুনিয়া হতে বোড়াগাড়ি বাজার আসর পথে ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। এলাকাবাসী বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন