শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

২৮ অক্টোবর পুলিশ হত্যার মূল আসামি গলাচিপা থেকে গ্রেফতার

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৩, ০৮:৫৯ পিএম

শেয়ার করুন:

loading/img

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে পুলিশ পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনার প্রধান আসামি আপন আহম্মেদকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।

বুধবার (১ নভেম্বর) দিবাগত গভীর রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন।

গলাচিপা থানা সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ চলার সময় বিএনপির কর্মীরা কনেস্টবল আমিরুল পারভেজের ওপর হামলা চালিয়ে নির্মমভাবে হত্যা করে।

এ ঘটনার প্রধান আসামি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ভাগনার শান্তিনগর এলাকার দীন ইসলামের ছেলে আপন আহম্মদ ঘটনার পর থেকে পলাতক ছিল। আপন গলাচিপা উপজেলার কলাগাছিয়া এক নারীর সঙ্গে পরকিয়ায় লিপ্ত থাকার সময় পুলিশের হাতে গ্রেফতার হয়।

এ বিষয় গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান, ঢাকা ও গলাচিপা থানার পুলিশের একটি টিম যৌথ অভিযান চালিয়ে পুলিশ হত্যাকাণ্ডের প্রধান আসামি আপন আহম্মেদকে উপজেলার কলাগাছিয়া থেকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


তিনি আরও জানান, আপনকে গলাচিপা থেকে ইতোমধ্যে ঢাকা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন জুয়েল জানান, ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে মাধ্যম বিস্তারিত জানাবেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন